ঢাকা, মঙ্গলবার, ৭ মে, ২০২৪

শেষ বিকালে ভারতের টুঁটি চেপে ধরল বাংলাদেশ

ঢাকা টেস্ট জিততে ১৪৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়েছে সফরকারী ভারত। স্বল্প রান পুঁজি থাকলেও দারুণ লড়ছেন সাকিব আল হাসানরা। শুরুতেই তিন উইকেট তুলে নিল স্বাগতিক বাংলাদেশ।


শুরুতে অধিনায়ক লোকেশ রাহুল, এরপর চেতেশ্বর পূজারার পর তৃতীয় উইকেট হিসেবে ফিরে গেলেন শুভমান গিল। এরপর ফিরে গেলেন বিরাট কোহলিও!


দলীয় ৩ রানের মাথায় সাকিবের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের কাছে ক্যাচ দিয়ে ফিরেন রাহুল। ব্যক্তিগত ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ভারত অধিনায়ক।


আজ শনিবার তৃতীয় দিনে শেষ সেশনে এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৪ উইকেটে ৩৮। উইকেটে আছেন অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট। জয়ের জন্য ভারতের এখনও ভারতের প্রয়োজন ১০৭ রান। হাতে রয়েছে দুই দিনেরও বেশি সময়। আর বাংলাদেশের চাই ৪ উইকেট।


এর আগে বাংলাদেশ দল আজ সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে ২৩১ রান। ১ম ইনিংসে বাংলাদেশ তুলে ২২৭ রান। তারপর ভারতকে ১ম ইনিংসে ৩১৪ রানে আটকান সাকিব-তাইজুল ইসলামরা।


বাংলাদেশ ১ম ইনিংস : ২২৭/১০


ভারত ১ম ইনিংস : ৩১৪/১০


বাংলাদেশ ২য় ইনিংস : ৭০.২ ওভারে ২৩১/১০ (শান্ত ৫, জাকির ৫১, মুমিনুল ৫, সাকিব ১৩, মুশফিক ৯, লিটন ৭৩, মিরাজ ০, সোহান ৩১, তাসকিন ৩১*, তাইজুল ১, খালেদ ৪; উমেশ ১/৩২, অশ্বিন ২/৬৬, উনাদকাট ১/১৭, সিরাজ ২/৪১, আকসার ৩/৬৮)।

ads

Our Facebook Page